বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ : বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত থেকে আসন্ন বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

এসময় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান সিদ্দিকী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান মিয়া, প্রেসক্লাব’র সাধারন সম্পাদক মেরাজ উদ্দিনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগন বিভিন্ন সরকারি অফিসের দপ্তর প্রধান স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *