শোকাবহ আগষ্ট এম এইচ মুকুল||সত্যবয়ান

শোকাবহ আগষ্ট এম এইচ মুকুল||সত্যবয়ান

আগষ্টের শোক ভুলবো কী করে?
যখনই দেখি চোর বাটপারে ভরে গেছে দেশ,
মনে পড়ে এক তেজোদ্দীপ্ত অবয়ব।
সবাই হাল ধরতে জানেনা,
ভালোবাসা সবার মাঝেই উঁকি দেয়না।
বিধ্বস্ত এক দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়েই
তাঁর জন্ম হয়েছিলো এই বাংলায়,
যার হুংকারে কেঁপে উঠতো শত্রুর পায়ের ভিত।
এই বাংলা জুড়ে যার দৃষ্টি ছিলো মমতা আর সজীবতার।
তাঁকে ভালো থাকতে দেয়নি ওরা।
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সেই সিঁড়িটিতে
আজো লেগে আছে শোণিতের দাগ!
কী পেলো হায়েনার দল?
কোটি জনতার সুখের স্বপ্ন ভাসিয়ে দিলো রক্তবানে!
প্রাণোচ্ছাসে সুখের গীতি আজ
কষ্টের পেন্ডুলাম।
যে মৃত্তিকায় স্বপ্ন বুনি বেঁচে থাকার-
তা আজ অনুর্বর, পঙ্গপালের অভয়ারণ্য!
আগষ্ট আসে..মনে করিয়ে দেয় বাঙালি কী হারিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *