কারবালা ফোরাতে আবদুল আলীম তালুকদার||সত্যবয়ান

কারবালা ফোরাতে আবদুল আলীম তালুকদার||সত্যবয়ান

ফিরে আসে মুহরম ফিরে আসে আশুরা
মুসলিমহৃদে বিঁধে সীমারের সে ছোরা।
নবিজীর প্রিয় নাতি শেরে আলীর নন্দন
ফাতিমার মহার্ঘ নাড়ি ছেঁড়া বাছাধন।
ন্যায়ের ঝান্ডাবাহী নির্ভীক হোসাইন
লহু ঢেলে শোধিলেন ধরণীর যত ঋণ।
মাথা নত নাহি হবে ইমামের দৃঢ পণ
যালিম বিরোধী রণে লড়লেন আমরণ।
শির কেটে নেয় নিক্ সীমার ঐ পামরে
চলবে লড়াই যবে প্রাণ থাকে এ ধরে।
পানি দাও পানি দাও বুকফাটা চিৎকার
শত্রুর যমতীরে ঢলে আলী আসগার।
দুগ্ধশিশুর জান কাড়লো অমিত্র
ঘাতক হয় কি কভু কারো সখা-মিত্র?
নবপরিণীতা রেখে কাশেমের রণসাজ
কনেবধূ সখিনার মাথায় ভাঙলো বাজ।
বেঁচে ছিল জয়নুল পুরো নবিবংশে
দুলদুল দ্রষ্টা ইয়াজিদী অপভ্রংশে।

পাষাণ ইবনে জিয়াদ দূরাচার মারওয়ান
রাজতখ্ত লোভে দিলো ইমামের বলিদান।
আজো কাঁদে কারবালা কাঁদে জল ফোরাতের
ক্ষমা নেই ক্ষমা নেই কুচক্রী ইয়াজিদের।
দিন কাল মাসে রোজ রবি উঠে প্রভাতে
শহীদের স্মৃতি ভাসে কারবালা ফোরাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *