নকলায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, স্বজনদের আহাজারি

নকলায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, স্বজনদের আহাজারি

আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান মাইম নামের দশ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার ২১ আগস্ট আনুমানিক দুপুর দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি পশ্চিমপাড়া বিলপাড়া গ্রামে ঐ ঘটনা ঘটে।

নিহত মাইম উক্ত গ্রামের আলম মিয়ার ছেলে, তার পিতা একজন অটো চালক। মাইম স্থানীয় মোজাকান্দা শাহ মোঃ আজিজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

জানা যায়, সকাল এগারোটার পর থেকে পরিবারের লোকজন মাইমকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করে। পরে দুপুর অনুমান দুইটার দিকে হঠাৎ মাইমের বাবা আলম মিয়াসহ তার চাচা পুকুরে খোঁজ নিতে গিয়ে দেখে তার মরদেহ পানিতে ভাসতেছে। এরপর মৃত অবস্থায় পুকুরের পানি থেকে মাইমের মত উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিহত মাহিম বাড়ির পাশে তাদের পুকুরের পানিতে কলা গাছের ভেলা করে প্রায়ই খেলাধুলা ও সাঁতার কাটতো।

নকলা থানার এসআই কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া মাইম এর মরদেহ হস্তান্তর করা হয় এবং এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *