স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন

স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তিনি হবিগঞ্জের চুনারুঘাট মধ্য বাজারে এক জনসভায় এ ঘোষণা দেন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘গতকাল পর্যন্ত আমার সিদ্ধান্ত ছিল আমি যদি মনোনয়ন নাও পাই তাহলে যে দলীয় প্রার্থী হবে আমি তার পক্ষে কাজ করব। রবিবার সকাল ১০টা ৫৯ মিনিটের সময় আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের কাউকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে দেব না।

আমার দলের প্রার্থীর সাথে যারা নির্বাচন করতে চান, তারা যদি দলেরও হন, বা অন্য দলের হন তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তারা যদি জনপ্রিয়তা যাচাই করতে চান তাদেরকেও নির্বাচন করতে দিতে হবে। এমন সিদ্ধান্তের পরেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’তিনি ঢাকা থেকে চুনারুঘাট পৌর শহরে আসার পথে অন্তত পাঁচটি জনসভায় বক্তব্য দেন।

তিনি বলেন, ‘আপনারা যদি আমার সাথে থাকেন আমি চুনারুঘাট-মাধবপুরে চিত্র পাল্টিয়ে দেব। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কোনো শক্তি নেই আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *