শেরপুরে এক কানাডা প্রবাসী কর্তৃক হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে এক কানাডা প্রবাসী কর্তৃক হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:  শেরপুর জেলা শহরের পৌরসভার ৬নং ওয়ার্ডের কসবা কাচারীপাড়া মহল্লার মৃত তছর আলীর কানাডা প্রবাসী ছেলে আশরাফুজ্জামান কর্তৃক কসবা কাচারীপাড়া মহল্লার মোঃ ইলিয়াছ আলী ও কাঠগড় মহল্লার বাসিন্দা মোঃ ইকরামোদৌলাহ সেলিম, প্রতিবেশী মোঃ জাহাঙ্গীর আলম রুবেল মিয়াকে জমি সংক্রান্ত বিষয় ও জাল জালিয়াতী, মিথ্যাচার এবং হয়রানীর প্রতিবাদে ২৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টায় ওই কানাডা প্রবাসীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভূক্ত ভোগীদের পক্ষে মোঃ ইকরামোদৌলাহ সেলিম। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সম্মূখে লিখিত বক্তব্য পাঠ করেন হয়রানীর শিকার ও ভূক্ত ভোগী মোঃ ইকরামোদৌলাহ সেলিম। তিনি বলেন, গত ২৩ এপ্রিল ওই কানাডাপ্রবাসী তার কাচারী পাড়া মহল্লার বাসায় সংবাদ সম্মেলন আহবান করে সাংবাদিকদের কাছে মিথ্যাচার করেছেন এবং এরই প্রতিবাদে তিনি ভূক্ত ভোগীদের পক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সত্য তথ্য তুলে ধরেন। প্রবাসী আশরাফুজ্জামান নিজেই জমির জাল জালিয়াতী কাগজ পত্র তৈরী করে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ও বৈধ জমির মালিক মোঃ ইলিয়াছ আলী, মোঃ ইকরামোদৌলাহ সেলিম, মোঃ জাহাঙ্গীর আলম রুবেলসহ অন্যান্যদের আদালতে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করে আসছেন। এসব ভূক্তভোগীর মধ্যে মোঃ ইকরামোদৌলাহ সেলিম ও মোঃ জাহাঙ্গীর আলম রুবেল দীর্ঘ ২৫/২৬ বছর পূর্বে ১১৬৬৪ দাগের প্রকৃত জমির মালিক মৃত জান মামুদ মন্ডলের সন্তান এবং ওয়ারিশগণের বৈধ কাগজপত্র দেখে ১৭ শতাংশ জমি সাব কবলা দলিল মূলে ক্রয় করে সেখানে তারা বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। এদিকে মামলাবাজ দীর্ঘদিন পর কানাডা থেকে এসে ২০১২ সালে ওই বিক্রিত জমির ওয়ারিশ দাবী করে একটি বাটোয়ারা মামলা আদালতে দায়ের করেন এবং পরে ২০১৬ সালে মামলাটি প্রত্যাহার করে নেন। পরবর্তীতে ২০১৭ সালে গোপনে পূনরায় বাটোয়ারা মামলা দায়ের এবং নোটিশ গোপন করে এক তরফা ডিক্রী করেন। এ ঘটনা ইকরামোদৌলাহ সেলিম, জাহাঙ্গীর আলম রুবেল গংরা জানতে পেরে আদালতে সানী মামলা দায়ের করেন যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়াও আরেক ভূক্তভোগী ইলিয়াছ আলী ১১৬৬১ নং দাগের ৮ শতাংশ জমি ২৫/২৬ বছর পূর্বে ক্রয় করে সেখানে বসত ঘর ও পাকা সীমানা প্রাচীর নির্মাণ করে বসবাস করে আসছেন। মামলার বাদী আশরাফুজ্জামান ওই ৮শতাংশ জমিও দাবী করে বসেন। মামলাবাজ আশরাফুজ্জামান জাল জালিয়াতী করেও ক্ষান্ত থাকেনি । এসব ঘটনায় আশরাফুজ্জামান তাদের হত্যা ও প্রাণ নাশের হুমকি প্রদান করে যাচ্ছেন। এ ঘটনায় ইকরামোদৌলাহ গংরা গত ২৪ এপ্রিল ১০৭/১১৭ ধারায় বিজ্ঞ নির্বাহী আদালতে একটি মোকদ্দমা দায়ের করেছেন। এ ব্যাপারে প্রবাসী আশরাফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন ১১৬৬১, ১১৬৬৪ দুটি বিআরএস দাগের রেকর্ড অনুযায়ী তার নানা আবেদালীর ওয়ারিশ তিন মেয়ে সহ অপরাপর ওয়ারিশ গণের কাছ থেকে ক্রয় করেছেন বলে এমনটাই দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *