ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৪৪ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৪৪ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭০.৪৪ শতাংশ। আর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ২৪৪। গত বছর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল সাত হাজার ৬৮৭।

তবে কয়েক বছরের মতো এবারও পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

পাস করাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৪ হাজার ৯২৩, পাসের হার ৬৯.৬১ শতাংশ। ছাত্রীর সংখ্যা ২৮ হাজার ৫০৩, পাসের হার ৭১.১৯ শতাংশ।

অপরদিকে জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রের সংখ্যা এক হাজার ৪০৫ এবং ছাত্রীর সংখ্যা এক হাজার ৮৩৯। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ ফল জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম।

তিনি জানান, বোর্ডের চার জেলায় ৭৫ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৪২৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *