শ্রীবরদীতে প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

শ্রীবরদীতে প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:২০২০-২০২১ অর্থ বছরে ২০২১-২০২২ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদীথর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জাকির হোসেন, গিয়াস উদ্দিন, আজিজ প্রমুখ।

উল্লেখ্য এ অর্থবছরে উপজেলার ১ হাজার ৪ শত কৃষক বীজ ও সার পাবে। এরমধ্যে ১ হাজার ১ শত জন কষকের প্রত্যেকের মাঝে হাইব্রীড ধান বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি এবং ৩ শ জনের মাঝে উপশী ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *