শেরপুরে ভূমিহীন-গৃহহীনমুক্ত ৩ উপজেলা ঘোষনা হবে ২২মার্চ-ডিসি সাহেলা আক্তার

শেরপুরে ভূমিহীন-গৃহহীনমুক্ত ৩ উপজেলা ঘোষনা হবে ২২মার্চ-ডিসি সাহেলা আক্তার

বুলবুল আহম্মেদ :শেরপুরে ৪র্থ পর্যায়ে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরের ৩ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন।

সে লক্ষ্যে ২০ মার্চ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিং এ জানানো হয়, জেলার নালিতাবাড়ি উপজেলায় ৪৭৫ টি, নকলা উপজেলায় ১৫০ টি এবং ঝিনাইগাতি উপজেলায় ৭৫ টিসহ মোট ৭০০ টি ঘর উদ্বোধনের মাধ্যমে শেরপুর জেলার ৩ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে।

জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেদ মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, নকলা উপজেলার চেয়ারম্যান বোরহান উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইখতেখার ইউনুস, নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফর হিমেল রিছিল, প্রেসক্লাব’র সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রথম আলোর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বিটিভির প্রতিনিধি দেবাশীষ ভট্রাচার্য, যমুনা টিভির প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলার চেয়ারম্যান ওয়ারেজ নাঈম, শ্রীবরদী উপজেলার চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছামিউল হক, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তসহ জেলার কর্মরত সাংবাদিক রাজনৈতিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *