শেরপুরের নালিতাবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দূর্গম পাহাড়ী এলাকার আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ বিশ্বধর হাজং (৩৫) নামে এক আদিবাসীকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪, জামালপুর। ২১ মার্চ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আদিবাসী ঝিনাইগাতী উপজেলার নকশী গ্রামের বিরেন্দ্র হাজং এর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ বিশ্বধর হাজংকে আটক করে। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ৪লক্ষ ৪৮হাজার ৫শত টাকা। মঙ্গলবার সকালে বিশ্বধর হাজং এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *