শেরপুরে নারীর প্রতি সহিংসতা রোধ সমঅধিকারের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত -সত্যবয়ান

শেরপুরে নারীর প্রতি সহিংসতা রোধ সমঅধিকারের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত -সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||নারীর প্রতি সহিংসতা রোধ এবং সমঅধিকারের দাবীতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ মতিবিনিময় সভার আয়োজন করে। শহরের মুন্সীবাজার জেলা মহিলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদ সভান্ত্রেী জয়শ্রী দাস লক্ষ্মী। সভায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমঅধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা বলেন, পরিবার থেকেই নারী ও কন্যার প্রতি বৈষম্য, অধিকার হরণ এবং সহিংসতার শুরু হয়ে থাকে। এজন্য উঠোন বৈঠক করে অভিভাবকদের সচেতন করতে হবে। সম্পত্তিতে নারীর উত্তরাধিকারের বৈষম্য দূর করতে হবে। এজন্য রাষ্ট্রীয় আইনের পরিবর্তন করতে হবে। নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে নারীর সমঅধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিক, রাজনীতিক, নারী অধিকার কর্মী, এনজিও, সুশীল সমাজ সবাইকে একযোগে কাজ করতে হবে। আন্দোলন সম্পাদিকা আবৃত্তিকার শ্যামলী মালাকারের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদিকা লুৎফন্নাহার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান ফাতেমা, পৌর প্যানেল মেয়র নাজমা বেগম, পৌর লেডিস ক্লাব সম্পাদিকা আঞ্জুমান আলম যুথী, নারী উদ্যোক্তা আইরীন পারভীন প্রমুখ। এছাড়াও শিক্ষিকা আঞ্জুমান আরা যুথী, সাবেক পৌর কাউন্সিলর নিরু শামছুন্নাহার নীরা, মাহমুদা খানম ডলি, কবি রবীন পারভেজ, সাংবাদিক হাকিম বাবুল, ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক আসম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *