শেরপুরে কালেক্টরেট সমিতির কর্মবিরতি পালন||সত্যবয়ান

শেরপুরে কালেক্টরেট সমিতির কর্মবিরতি পালন||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||সারাদেশের ন্যায় সকল বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির যৌথ আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে একযোগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতী পালনের ডাক দিয়েছে কর্মচারীরা।

এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখার সভাপতি মো. ছাইদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ১ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা তাদের দাবি বাস্তবায়নে পূর্ণদিবস কর্মবিরতি পালনে অংশগ্রহণ করেন।

এসময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নেতৃবৃন্দ ও কর্মবিরতি পালনে অংশগ্রহণকারী সদস্যরা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি তুলে ধরেন। বিগত দুই যুগ ধরে চলছে মাঠ প্রশাসন কর্মচারীদের আন্দোলন। সেই আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৪ জানুয়ারি পদোন্নতি দেয়ার ব্যাপারে নীতিগত অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরও তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় সারাদেশে মঙ্গলবার সকাল থেকে একযোগে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে এসব কর্মচারীরা। সেই সাথে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে।

কর্মবিরতি কালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা সিএ টু ডিসি মেহেদী হাসান, উচ্চমান সহকারী মো. রুহুল আমীন, সিএ টু এডিসি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসাইন, মোছা. বিলকিছ বেগম, সহ-সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *