শেরপুরে (ইউএনও)’র শখের বাগান:সত্যবয়ান

শেরপুরে (ইউএনও)’র শখের বাগান:সত্যবয়ান

বুলবুল আহম্মেদ:খুব বড় পরিসর নয়। কিন্তু অল্প পরিসরে শোভা পাচ্ছে নানা রঙের ফুল আর সবজি। হাতের নিপুন ছোঁয়া আর মমতায় গড়ে তোলা বাগানটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। চারপাশের কলহের ভীড়ে এক প্রশান্তির অনুভূতি জাগে হৃদয়ে।

হ্যাঁ, নিজের বাসভবনের জায়গায় এমনই এক বাগান গড়ে তুলেছেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস। শখ থেকে বাগানটি গড়ে তুলেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মেহনাজ ফেরদৌস বলেন, আমি শখে এই সবজির চাষাবাদ করছি। এতে করে ফরমালিনমুক্ত খাবার খেতে পারি।

তিনি আরও বলেন, সবার বসতভিটার আশপাশে পরিত্যক্ত জায়গা রয়েছে। একটু উদ্যেগী হলে এ থেকে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি ভেজালমুক্ত খাবার খাওয়া সম্ভব।

ইউএনও মেহনাজ ফেরদৌসের বাগানে রয়েছে ফুল-ফল আর সবজি মিলিয়ে প্রায় ৩০ প্রজাতির গাছ। বাসভবনের আঙ্গিনার স্বল্প পরিসরের বাগান এতো প্রজাতির গাছ, সত্যিই অবাক হওয়ার মতোই।

রয়েছে লাউ, মিষ্টি কুমড়ো, টমেটো, ঢেঁড়শ, মুলা, শিম, লালশাক, পালং শাক, কলমী শাক, পেয়াঁজ, মরিচ, বেগুন, ধনিয়া পাতা, তুলসী পাতা ফুলকপির মতো শাক সবজি।

এছাড়া ফুলের মধ্যে রয়েছে গোলাপ, গাঁদা, গন্ধরাজ, চন্দ্রমলিকা, ফুল ডালিশা,
জিনিয়া। ফলের মধ্যে রয়েছে, আম, পেয়ারা ও পেঁপে।

প্রতিদিন ভোর হলে ইউএনও মেহনাজ ফেরদৌস নিজেই বাগান পরিচর্চার কাজে নেমে পড়েন। ছুটির দিন বা অবসরের বেশির ভাগ সময় বাগান পরিচর্যায় কেটে যায় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *