পুলিশ লাইন্স একাডেমির পরীক্ষার ফলাফল প্রকাশ-সত্যবয়ান

পুলিশ লাইন্স একাডেমির পরীক্ষার ফলাফল প্রকাশ-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||পুলিশ লাইন্স একাডেমির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
২৭ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অডিটোরিয়ামে ফাইনাল সেমিস্টার পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর জেলার সভাপতি ও পুলিশ সুপারের সহধর্মিণী কাজী মোনালিসা মারিয়া। পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্লেসের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, শিক্ষক মো. রায়হান মিয়া, শিক্ষিকা মরিয়ম আক্তার মিষ্টি প্রমূখ। শিক্ষিকা আফরোজা রহমান শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি জান্নাতুল ফেরদৌস প্রিয়া তার বক্তব্যে বলেন, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। অসুস্থ প্রতিযোগিতা থেকে বেড়িয়ে আসতে হবে। আমাদের সত্যিকারের মানুষ হতে হবে। পুলিশ লাইন্স একাডেমির ভূয়সী প্রশংসা করে তিনি খেলার মাঠের প্রয়োজনীতার কথা উল্লেখ করেন এবং পাশের খালি জায়গাটি স্কুলের ছেলে মেয়েদের জন্য মাঠ হিসেবে বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে সুপারিশসহ অনুরোধ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। আলোচনা অনুষ্ঠান শেষে জিপিএ ৫ প্রাপ্ত ১১৬ জন, বেস্ট হ্যান্ড রাইটিং এ ২৪ জন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে মেডেল, ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *