পায়ের পাতায় পাওয়া চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরলেন শেখ মোরসালিন

পায়ের পাতায় পাওয়া চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরলেন শেখ মোরসালিন

ক্রীড়া প্রতিবেদক: পায়ের পাতায় পাওয়া চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরলেন শেখ মোরসালিন। শনিবার কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বসুন্ধরা কিংসের জার্সিতে শুরু থেকেই মাঠে আছেন এই তরূণ মিডফিল্ডার।

গত ২৬ ডিসেম্বর ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে শেষ দিকে নেমেছিলেন বদলি হিসেবে। সেই ম্যাচেই ডান পায়ের পাতায় আঘাত পান তিনি।

এর পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি।

পায়ের খুব সংবেদনশীল এক জায়গায় আঘাত পাওয়ায় ওষুধ সেবনের পাশাপাশি বিশ্রাম ছাড়া এই চোট থেকে সেরে ওঠার আর কোনো পথ ছিল না তার সামনে।  চিকিৎসক ও বসুন্ধরা কিংসের ফিজিও আবু সুফিয়ানের পরামর্শে তিন মাস ধরে সেটাই করে আসছিলেন শেখ মোরসালিন।

ঢাকায় কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর মোরসালিন শরণাপন্ন হন ভারতের মেডিসিন বিশেষজ্ঞের।

গত মার্চের শেষ সপ্তাহে কলকাতায় গিয়ে সেখানকার মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ বিকাশ কাপুরকে দেখান পায়ের সর্বশেষ অবস্থা। সেখান থেকে পেয়েছিলেন সুখবরই।

ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও খেলা হয়নি এই চোটের কারণে। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচেই ছিলেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *