নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ৭বছরের শিক্ষার্থীর মৃত্যু||সত্যবয়ান

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ৭বছরের শিক্ষার্থীর মৃত্যু||সত্যবয়ান

নালিতাবাড়ী সংবাদদাতা ||শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইলের পুরনো ব্যাটারি নিয়ে খেলার সময় সোলার সিস্টেমের সাথে কানেকশনে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নন্নী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার নন্নীপূর্ব পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে আল আমিন মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে এসে পুরাতন মোবাইলের ব্যাটারি নিয়ে খেলা করছিল। এসময় সোলার সিস্টেমের ব্যাটারির লাইনে নিজের হাতে থাকা ব্যাটারি চার্জ করার জন্য চেষ্টা করে সে। এসময় সোলার লাইনের সাথে বৈদ্যুতিক কানেকশন থাকায় সেখানে স্পর্শ করা মাত্রই আল আমীন বিদ্যুতায়িত হয়ে পড়ে। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইননানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। শিশু শিক্ষার্থী আল আমিনের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *