ইজিবাইক সংঘর্ষে পল্লী চিকিৎসক’র হাত বিচ্ছিন্ন||সত্যবয়ান

ইজিবাইক সংঘর্ষে পল্লী চিকিৎসক’র হাত বিচ্ছিন্ন||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা|| শেরপুরে দুই ইজিবাইকের সংঘর্ষে আব্দুল কাদির জিলানী (৫২) নামে এক পল্লী চিকিৎসকের ডান হাত বিচ্ছিন্ন হ‌য়ে‌ গেছে। দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তা‌কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।
মঙ্গলবার (৬ সে‌প্টেম্বর) রা‌তে শহরের মোবারকপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
জিলানী খ‌ড়িয়াকা‌জিরচর ইউনিয়নের দক্ষিণ খ‌ড়িয়া এলাকার মৃত হা‌ফিজ উদ্দি‌নের ছে‌লে।
স্থানীয় সূ‌ত্রে জানা যায়, শেরপুর শহর থে‌কে ঔষধ কি‌নে ইজিবাইকে ক‌রে বা‌ড়ির উদ্দেশ্যে ফিরছিলেন পল্লী চি‌কিৎসক আব্দুল কাদির জিলানী। এসময় শহ‌রের মোবারকপুর মহল্লার বাঁশখালী এলাকায় আসলে বিপরীত দি‌কে থে‌কে দ্রুত গ‌তি‌তে আসা আরেক‌টি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকে থাকা জিলানীর ডান হাত অপর ইজিবাইকের রডে লেগে চিড়ে বিচ্ছিন্ন হয়। এছাড়া মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পান তি‌নি।
প‌রে স্থানীয়রা দ্রুত তা‌কে উদ্ধার ক‌রে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও প‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।
৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর বাবুল মিয়া ব‌লেন, পল্লী চি‌কিৎসক জিলানীর হাত রাস্তায় পড়ে থাক‌তে দেখে স্থানীয় হাত‌টি উঠিয়ে ইজিবাইকের ছিটের ওপর রাখে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব‌ছির আহ‌ম্মেদ বাদল ব‌লেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ সেখান থে‌কে ইজিবাইক দু‌টি জব্দ ক‌রে থানায় এনেছে। তাৎক্ষণিক এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনার পর দুই ইজিবাইক চালকই পালিয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *