ঝিনাইগাতীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইগাতীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হারুন অর রশিদ দুদু : “আসুন সকলেই মাস্ক পরিধান করি, স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, শেরপুর জেলার ঝিনাইগাতীতে মাস্ক না পরায় ১১জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ নভেম্বর বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় ১১জনকে মোট ৪ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে বিনামূল্যে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে প্রত্যেককে মাস্ক পরিধান করানো হয়। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় দায়ী ব্যক্তিদের জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। করোনার ২য় ধাপে প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *