জুন-জুলাইয়ের মধ্যেই দেশে পর্যাপ্ত টিকা আনা হবে : কুষ্টিয়ায় হানিফ

জুন-জুলাইয়ের মধ্যেই দেশে পর্যাপ্ত টিকা আনা হবে : কুষ্টিয়ায় হানিফ

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, করোনার টিকা নিয়ে কোনো সংকট নেই। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামী জুন-জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।

শুক্রবার (৭ মে) কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামে জেলার ব্যবসায়ীদের সহযোগিতায় তিন হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল-আলম হানিফ এসময় বলেন, করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারেনি। সেখানে আমাদের সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মোকাবেলার সফলতা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে।

তিনি হেফাজত প্রসঙ্গে বলেন, মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া যাচ্ছে। সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *