জামালপুরে বোরো ধান চাল সংগ্রহ শুরু||সত্যবয়ান

জামালপুরে বোরো ধান চাল সংগ্রহ শুরু||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার:জামালপুরে উদ্বোধনের মধ্য দিয়ে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে।
রবিবার (১৫ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সিংহজানি খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, জামালপুর পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন, মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু প্রমুখ।
সদর উপজেলায় এ বছর ৪৮৪৭ মে.টন ধান ও ১৬৪৪২ মে.টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য ২৭ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ ৩৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *