ওয়াশিংটনের হ্যাটট্রিকে বড় জয় আবাহনীর

ওয়াশিংটনের হ্যাটট্রিকে বড় জয় আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক: ওয়াশিংটন ব্রান্দাওয়ের এর আগে বেশ কিছু ঝলক দেখা গেছে, কিন্তু নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছিলেন না যেন আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে আজ ফেডারেশন কাপে আকাশী-নীলের প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি। তাঁর হ্যাটট্রিকে ব্রাদার্সের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে আবাহনী। মোহামেডানও জয়ে শুরু করেছে ফেডারেশন কাপ।

২-১ গোলে হারিয়েছে তারা চট্টগ্রাম আবাহনীকে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী প্রথম এগিয়ে যায় ১৫ মিনিটে। প্রথম গোলটা করেন নাবিব নেওয়াজ। ওয়াশিংটনের পাস দারুণ মুন্সিয়ানায় নিয়ন্ত্রনে নিয়ে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার।

মৌসুমে নাবিবেরও এটি প্রথম গোল। ৩১ মিনিটে ওয়াশিংটন করেন আবাহনীর জার্সিতে তাঁর প্রথম গোল। কর্নারে প্রথম পোস্টে মিলাদের হেড, দূরের পোস্টে পেয়ে আলতো টোকায় তা জালে পাঠিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।

বিরতি থেকে ফেরার পর ৩-০ করা গোলটাতে ওয়াশিংটন দেখান তাঁর আসল ঝলক। প্রায় মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে লম্বা পায়ে বক্সে ঢুকেই বাঁ পায়ের জোড়ালো শটে গোল করে তিনি বেরিয়ে এসেছেন। এর মিনিট দুয়েক পর হ্যাটট্রিকও পূরণ করেন। জোনাথন ফার্নান্দেজের ফ্রিকিকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন রহমত, সেই বল কর্নেলিয়াসের পায়ে লেগে জটলায় ওয়াশিংটনের কাছে যেতেই তিনি সুযোগ কাজে লাগিয়েছেন। ম্যাচের শুরুর দিকে কয়েকটি সুযোগ নষ্ট করা কর্নেলিয়াস করেছেন দলের পরের দুটি গোল।

গোপালগঞ্জ স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীই প্রথম এগিয়ে গিয়েছিল আজিজ আবুলাজির গোলে। বিরতির আগে আগে সমতা ফেরায় মোহামেডান। মোজাফফরভের ফ্রিকিক পোস্টে লেগে ফিরে এলে সেই বল জালে পাঠিয়েছেন জাফর ইকবাল। দ্বিতীয়ার্ধের শুরুতে মুজাফফরভই করেন ২-১। কর্নার থেকে সুলেমান দিয়াবাতের হেড চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক ফিরিয়ে দিলে মুজাফফরভ সেই বল জালে ঠেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *