সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে  সকলকে সচেতন থাকতে হবে: পুলিশ সুপার

সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে  সকলকে সচেতন থাকতে হবে: পুলিশ সুপার

শ্রীবরদী সংবাদদাতা: ‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে ২০ সেপ্টেম্বর বুধবার  প্রত্যন্ত অঞ্চলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধের জন্য সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলার  কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা  উন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা বলে হুশিয়ারি করেন। আর যদি কেউ সম্পৃক্ত হলে তাকে চরম মূল্য দিতে হবে বলে জানান।
তিনি, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অপমৃত্যু প্রতিরোধে লক্ষ্যে জেলাব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পিতা-মাতার ভরণপোষণ আইন ও বিভিন্ন সমাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।
শ্রীবরদী থানার  নবাগত অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ.ডি.এম শহিদুল ইসলাম, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফিরোজ খান নুন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ জলিল, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশিকুর রহমান, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি জনাব মোঃ আব্দুল কাদির, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
বিট পুলিশিং সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *