শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা||সত্যবয়ান

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এডভোকেট চন্দন কুমার পাল।

আরো বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রকাশ দত্ত, সহ সভাপতি যাদব চন্দ্র ঘোষ, শক্তিপদ পাল, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ সাহা, উপদেষ্টা হরিদাস সাহা, প্রদীপ রঞ্জন দে, দাতা সদস্য অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, নারী বিষয়ক সম্পাদক রমা সাহা, নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার, নালিতাবাড়ী উপজেলা কমিটির সভাপতি অরুণ সরকার, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি গোপাল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, শ্রীবরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় চক্রবর্ত্তী প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২১ দফা নির্দেশনা মেনে পূজা-অর্চনা করার জন্য সকল মন্দির ও পূজামন্ডপ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সেইসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী ও সদর উপজেলার সকল দুর্গাপূজা মন্ডপের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, শেরপুর জেলায় এবার ১৬৩টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদরে ৭৭, নালিতাবাড়ীতে ৩৬, নকলায় ২১, ঝিনাইগাতীতে ১৯ ও শ্রীবরদী উপজেলায় ১০টি ম-প রয়েছে। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু ও ৫ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *