শেরপুরে যাদুঘর উদ্বোধন করলেন হুইপ আতিক

শেরপুরে যাদুঘর উদ্বোধন করলেন হুইপ আতিক

বুলবুল আহম্মেদ,শেরপুর: শেরপুর জেলায় প্রথম বারের মতো যাদুঘর উদ্বোধন করা হয়েছে। শেরপুর পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী চারু ভবনে এ যাদুঘর স্থাপন করা হয়। যাদুঘর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।
২৫ নভেম্বর বুধবার সকালে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। সাংবাদিক মলয় মোহন বল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. স. ম নুরুল ইসলাম হীরু, শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু কাশেম (জিপি), সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়াও মডেল গাল্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন সারোয়ার,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, ধর্ম সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা নাসরিন বেগম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, পৌর কাউন্সিলরবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, জেলা ও শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় হুইপ আতিক বলেন, আমাদের জেলা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ নিয়ে এ যাদুঘর প্রতিষ্ঠা করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানই।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, আমরা শেরপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে আমরা শেরপুর জেলায় প্রথমবারের মতো যাদুঘর প্রতিষ্ঠা করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *