শেরপুরে ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ||সত্যবয়ান

শেরপুরে ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার|| শেরপুরে কাগজের বই পড়ায় আগ্রহ স্মৃষ্টির লক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী দীর্ঘ দিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বই পৌছে দিচ্ছে। সেইসাথে এ বই পড়ার প্রতি আগ্রহ স্মৃষ্টিতে প্রচারণার জন্য অনলাইনে বিভিন্ন প্রতিযোগীতারও আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন প্রতিযোগীতার ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৮ জুলাই সোমবার দুপুরে ভ্রাম্যমান লাইব্রেরী শেরপুর সরকারী কলেজ কেন্দ্রে চিত্রাংকন প্রতিযোগীতায় ‘গ’ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকারী ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তৈতী মিত্র মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক কবি রফিক মজিদ। এসময় ভ্রাম্যমান লাইব্রেরীর কর্মকর্তা মো. তৌহিদুল আলম ও গাঙচিলের সহ-সভাপতি কবি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগীতার ‘ক’ ও ‘খ’ গ্রুপের অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতিমাসে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইনে সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগীতা ছাড়াও অফলাইনেও গ্রুপ ভিত্তিক বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভিন্ন বই উপহার দেয়া হয়ে থাকে।
প্রেরক : রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি। মোবাইল : ০১৯১৮-৮৯৩৬২১, ০১৭১১-৪৪২৯২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *