শেরপুরে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক||সত্যবয়ান

শেরপুরে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক||সত্যবয়ান

মানিক দত্ত ||শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আঃ মতিন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর সরকার মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও শেরপুর সদর উপজেলা প্রশাসন বাস্তবায়নে আবাসন তৈরি করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে ২৩ মার্চ বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদ্দী গ্রামে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আঃ মতিনের নামে সরকার কর্তৃক বরাদ্দকৃত পাঁকাঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। একই সাথে কামারিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং স্মৃতিচারণ করেন। সেইসাথে এই ইউনিয়নে কে মুক্তিযোদ্ধা আবার কে স্বাধীনতা বিরোধী ছিলেন তা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, খাদ্যদ্রব্যের দাম বাড়লেও আয়ও বেড়েছে। এখন কেউ আর না খেয়ে থাকেনা। বিগত সময়কালে জিনিসের দাম কম থাকলেও মানুষ তখন না খেয়ে থাকতো।

এসময় শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সারোয়ার জাহান, সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া, আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম সফিকসহ  বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন, পাকুড়িয়া ইউনিয়ন, ভাতশালা ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন ও চরপক্ষীমারী ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের ২৮টি বীর নিবাস নামে আবাসন পাঁকাঘর নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণাধীন প্রতিটি ঘরের বরাদ্দ দেয়া হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার ৩৮২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *