শেরপুরে বিজিবি সদস্য ও পরিবারবর্গের মাঝে কোভিড১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন সিভিল সার্জন-সত্যবয়ান

শেরপুরে বিজিবি সদস্য ও পরিবারবর্গের মাঝে কোভিড১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন সিভিল সার্জন-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ:শেরপুরে বিজিবি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কোভিড ১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২২ আগষ্ট রোববার দুপুরে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ।
উদ্বোধনের মাধ্যমে সিভিল সার্জন জানান, ২৫০সয্যা জেনারেল হাসপাতালে স্থাপিত কোভিড১৯ টিকাদানের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রেজিঃস্ট্রেশন ও মেসেজ প্রাপ্ত যারা রয়েছে শুধুমাত্র তারাই টিকা গ্রহন করতে পারবেন।

উদ্বোধন শেষে বিজিবি সদস্য ও পরিবারবর্গের ২২ জন সদস্য (কোভিড১৯) এর টিকা গ্রহন করেন।

এসময় টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী।

এছাড়াও টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *