শেরপুরে প্রমুখজনের প্রয়াণে স্মরণ সভা-সত্যবয়ান

শেরপুরে প্রমুখজনের প্রয়াণে স্মরণ সভা-সত্যবয়ান

শেরপুর প্রতিনিধঃ শেরপুরে প্রমুখজনের প্রয়াণে ব্যাতিক্রমি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বিকেলে শহরের নিউমার্কেটে মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগারের আয়োজনে ব্যতিক্রমি এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন ড. সুধাময় দাস।
প্রয়াত সাবেক পৌরপতি মরহুম মোঃ লুৎফর রহমান মোহন, স্বর্গীয় প্রকৌশলী মনোরঞ্জন দে এবং মরহুম আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান এই তিন জনের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভার সহযোগিতায় ছিলো যৌথ ভাবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদ, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শেরপুর জেলা শাখা এবং বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ শেরপুর।
আয়োজকরা জানায়, করোনা সমস্যার কারণে দীর্ঘদিন পর এক সাথে এর আয়োজন করা হয়।
সভার শুরুতে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর‌ বিশিষ্ট সংগীত শিল্পী মুক্তি দত্তের পরিচালনায় জাতীয় সংগীত এবং ‘আগুনের পরশমণি’ গান টি পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের শিল্পী বৃন্দ।
মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগারের পরিচালক মোশাররফ হোসেন তালুকদার এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হ‌ওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন মডেল গার্লস ডিগ্রী কলেজ শেরপুর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি তপন সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ চিন্তক প্রদীপ চক্রবর্তী, শহীদ মোস্তফা পাঠাগারের সদস্য সচিব শুভজিত নিয়োগী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আ স ম সহেল নয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক রীতেশ কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার কোষাধ্যক্ষ নিরু শামসুন্নাহার নীরা, সাংগঠনিক সম্পাদক উদ্যোক্তা আইরিন পারভীন, দৈনিক যুগান্তর ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এডভোকেট আব্দুর রহিম বাদল, শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ ও সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সদস্য হারান চন্দ্র সাহা, সিপিবি শেরপুর সদর শাখার সভাপতি সোলাইমান আহমেদ প্রমুখ।
প্রয়াত ব্যাক্তিবর্গের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুম মোঃ লুৎফর রহমান মোহন এর ভাতিজা তৌহিদুর রহমান পাপ্পু, স্বর্গীয় প্রকৌশলী মনোরঞ্জন দে এর সন্তান রাজিব দে, মরহুম আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান এর ছোট ভাই আসাদুজ্জামান লায়ন প্রমুখ। স্মরণ সভাটি পরিচালনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘর এর সদস্য সচিব কবি রবিন পারভেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *