শেরপুরের নকলায় পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি লটারি সম্পন্ন-সত্যবয়ান

শেরপুরের নকলায় পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি লটারি সম্পন্ন-সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল দশটার পর নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আবেদনকারী শিক্ষার্থী, অভিভাবক, ভর্তি কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উন্মুক্ত এ ভর্তি লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুকের সভাপতিত্বে লটারী কার্যক্রম অনুষ্ঠানে বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাধারণ কোটার ১৬৫টি আসনের বিপরীতে ৫৩৫জন
শিক্ষার্থী ভর্তি ফর্ম সংগ্রহ করে। সঠিক আবেদন ফর্মের নাম্বার দিয়ে লটারিতে এতে ১৬৫ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *