শেরপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি||সত্যবয়ান

শেরপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলা সদরসহ চার উপজেলায় ১৯ এপ্রিল মঙ্গলবার ভোর ৫টার দিকে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান ও সবজি বাগানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাথায় হাত পড়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে শেরপুর জেলার সদর উপজেলা, নালিতাবাড়ী উপজেলা, ঝিনাইগাতী উপজেলা ও শ্রীবরদী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বড় আবাদ বোরো ধান ও সবজি বাগানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শিলা বৃষ্টিতে ক্ষেতের অনেক ধানের শীষ থেথলে পড়ে যায়। পাশাপাশি ঝড়ের কারণে অনেক ক্ষেতের কাঁচা ধানের গাছ নুয়ে পড়েছে। এতে করে শ্রীবরদী উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এব্যাপারে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শেরপুর সদর সহ ৪ উপজেলায় ৫ হাজার হেক্টর বোরো ধান ও গ্রীষ্মকালীন সবজি বাগানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তারা মাঠে ক্ষয়ক্ষতির জরিপের কাজ করছেন বলে তিনি এমনটাই জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *