শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বুলবুল আহম্মেদ: শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ৫ নভেম্বর সোমবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শুরু হওয়ার আগে গ্রন্থাগারের সামনে থেকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করেন।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ফাওজিয়া আমিন, শেরপুর সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রতিনিধি ডা. রওশন রাকা, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত জাহান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, বেসরকারি গ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কবি তালাত মাহমুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে শেরপুরের হারিয়ে যাওয়া পুঁথি পাঠ করেন গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি এবং পুঁথি পাঠক ও লেখক এমএইচ মুকুল।

পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত বই পাঠ, রচনা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে করা হয়। প্রতিযোগিতায় ছয়টি গ্রুপের মোট ২১ জনকে পুরস্কার দেওয়া হয়। সেই সাথে পুঁথি পাঠক এম এইচ মুকুল কে বিশেষ উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *