মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছে ইংল্যান্ডের সাবেক কোচ সভেন-গোরান এরিকসনের শরীরে

মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছে ইংল্যান্ডের সাবেক কোচ সভেন-গোরান এরিকসনের শরীরে

খেলা ডেস্ক: মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছে ইংল্যান্ডের সাবেক কোচ সভেন-গোরান এরিকসনের শরীরে। তাতে সর্বোচ্চ এক বছর বাঁচতে পারেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

খেলোয়াড়ি জীবন তেমন সমৃদ্ধ না হলেও লম্বা সময় ধরে কোচিং করিয়েছেন ৭৫ বছর বয়সী এই সুইডিশ কোচ। প্রথম বিদেশি কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি।

তাঁর অধীনেই ২০০২ এবং ২০০৬ বিশ্বকাপে ইংলিশরা কোয়ার্টার ফাইনালে খেলেছিল।

নিজের অসুস্থতার কথা এরিকসন নিজেই জানিয়েছেন। বলেছেন, ‘আমার শরীরে একটা রোগ বাসা বেঁধেছে, যা খুবই ঝুঁকিপূর্ণ এবং সবার ধারণা এটা ক্যান্সার। তবে যত দিন সম্ভব আমাকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।

আমি জানি, সব কিছু ঠিকভাবে থাকলে এক বছরের মতো সময় আছে। আর খারাপ হলে তার চেয়েও কম। অথবা খুব ভালোভাবে হলে সময়টা বেশিও হতে পারে। আমি মনে করি না, আমার চিকিৎসকরা এ ক্ষেত্রে পুরোপুরি নিশ্চিত হতে পারে।

তারা নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ ঠিক করে বলতে পারবে না।’

প্রায় চার দশকের কোচিং ক্যারিয়ারে ইংল্যান্ড ছাড়াও ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটি, বেনফিকা, রোমার মতো ক্লাবে কাজ করেছেন। এরিকসন সর্বশেষ ছিলেন স্বদেশের ক্লাব কার্লস্তার দায়িত্বে। গত বছরের ফেব্রুয়ারিতে চাকরি ছাড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *