নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়িয়েছে তৃণমূল বিএনপি

নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়িয়েছে তৃণমূল বিএনপি

নিজস্ব প্রতিবেদক:  নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রির সময় এক দিন বাড়িয়েছে তৃণমূল বিএনপি। ফলে আগামী ২১ নভেম্বর পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। আজ মঙ্গলবার রাজধানীর তোপখানার মেহেরবা প্লাজায় কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার। এদিন বেলা ১২টায় তিনি নারায়ণগঞ্জ-১ আসনের জন্য দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তৈমূর আলম বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পর থেকে আমরা জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করছেন। তাই আমরা মনোনয়ন ফরম সংগ্রহের জন্য এক দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গত শনিবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি।

আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২২২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। মনোনয়নপত্র বিক্রি থেকে দলটির আয় ১১ লাখ ১০ হাজার টাকা। ফরম সংগ্রহকারী ১৪০ জন এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *