নকলায় সদ্য প্রয়াত মজিবুর রহমান-এঁর স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল||সত্যবয়ান

নকলায় সদ্য প্রয়াত মজিবুর রহমান-এঁর স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আওয়ামী লীগের সদস্য সদ্য প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় মজিবুর রহমান-এঁর স্মরণে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন-এঁর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত মজিবুর রহমান-এঁর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ছামিল হক মুক্তার সঞ্চালনায় সভায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মুহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, সহসভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদুৎ, সরকারি হাজী জাল মামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী ও সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা মহিলা শাখার সভাপতি সুলতানা হোসনে জাহান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড প্রমুখ। আলোচনা সভার পরে মরহুমের রোহের মাগফেরাত ও দেশবাসীর সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা-শ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *