নকলায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলা সংবাদদাতা ||জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিবস ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ জুলাই বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রশিদ, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন,নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন, ৫নং বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ খালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আঃ রশিদ সরকার,শিক্ষা বিষয়ক সম্পাদক আলতাব আলী, ওসি (তদন্ত) ইস্কান্দার হাবিব, আবাসিক মেডিকেল অফিসার ওয়ালিউল্যাহ, যুব লীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুসহ বীরমুক্তিযোদ্ধা, কতিপয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিবস ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *