নকলায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ||সত্যবয়ান

নকলায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ||সত্যবয়ান

আব্দুল্লাহ আল-আমিন,নকলা||শেরপুরের নকলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২২ এর সফল সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ২৮ জুলাই বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি শেরপুরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সুলতান আহম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আঃ মন্নাফ খান বক্তব্য রাখেন।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্টল ও নার্সারি মালিকগণ, স্থানীয় কৃষক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকৃত ২৪ টি স্টলের মালিকদের পুরষ্কৃত করার পাশাপাশি কৃষক ক্যাটগরি ও নার্সারি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীদের পুরষ্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *