ধরা পড়ছে ইলিশ-সত্যবয়ান

ধরা পড়ছে ইলিশ-সত্যবয়ান

নিজস্ব প্রতিনিধি:অবশেষে লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে মিলছে ইলিশ। তবে কম সংখ্যক জেলেদের ট্রলারে ইলিশ ধরা পড়ায় ব্যবসায়ী, ট্রলার মালিক ও জেলেরা খুশী না হলেও হতাশা কাটতে শুরু করেছে জেলার সবচেয়ে বড় মৎস্য আড়ৎ রামগতি ও রায়পুরে।

মৎস্য অফিস বলছে, আগামী দুথএক সপ্তাহে সমুদ্র উপকূল ও নদ-নদীতে জেলেদের জালে প্রচুর ইলিশ মিলবে।

লক্ষ্মীপুরের মৎস্য অফিস জানায়, গত দুথদিনে বেশ কিছু ইলিশ বোঝাই ট্রলার ঘাটে ফিরেছে। গভীর সমুদ্র থেকে ফেরা রামগতি এলাকার কিছু ট্রলার কাঙ্খিত ইলিশ পেয়েছে। স্থানীয় জেলেরা এখনও ইলিশ পায়নি। তবে মেঘনায় ইলিশের দেখা মিলেছে এটাই খুশীর খবর।

রায়পুরে সবচেয় বড় ৪টি আড়তের মালিক আলতাফ হোসেন হাওলাদার জানান, এবার ইলিশের সংখ্যা একেবারে কম। নদীতে গিয়ে জেলেদের খাওয়ার টাকা তুলতে পারছেনা।

জাটকা নিধন বন্ধ না হলে আমাদের দেশ থেকে ইলিশ হারিয়ে যাবে। অবশেষে কিছু ইলিশ আসা শুরু হয়েছে এতে ঘাটের খরছের টাকা হচ্ছেনা।

জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবীর সকল প্রাণীকুলের জৈবিক ক্রিয়া-প্রক্রিয়া, প্রজনন কর্মকাণ্ডের সময়কাল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ইলিশও এর বাইরে নয়। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন সময়েও কিছুটা পরিবর্তন এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *