দেশ ও জাতীর কল্যাণ কামনায় শেরপুর জেলা ইজতেমা সম্পন্ন-সত্যবয়ান

দেশ ও জাতীর কল্যাণ কামনায় শেরপুর জেলা ইজতেমা সম্পন্ন-সত্যবয়ান

নকলা শেরপুর প্রতিনিধি||দেশ ও জাতীর কল্যাণ কামনায় শেরপুর জেলা ইজতেমা সকাল ১১ঃ৫০ মিনিটে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী
শেরপুর শহরের শেখ হাটি বাজারস্থ রৌহা বিলে প্রায় ১০ একর জায়গা নিয়ে উক্ত ইস্তেমার আয়োজন করা হয়।

জানা যায়, তবলিক জামাত নিজামুদ্দিন মারকাজের (সাদ গ্রুপ) শেরপুর জেলার উদ্যোগে আয়োজিত ইজতেমায় আখেরি মুনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওঃ মনির বিন ইউসুফ।

তিনি মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি, ইসলামী হুকুমত অনুযায়ী জীবন গড়া, দিন প্রতিষ্ঠা, সংঘাতমুক্ত ও শান্তিময় দেশের জন্য আল্লাহর রহমত কামনা করেন। মোনাজাতে শেরপুর জেলার বিভিন্ন উপজেলা ও দেশী-বিদেশী প্রায় ১০/১৫ হাজার মুসল্লি অংশ গ্রহণ করেন। দূরদুরান্ত থেকে আগত মহিলারা আশাপাশের বসত বাড়ী থেকে মোনাজাতে শরীক হন।

উল্লেখ্য, তাবলীগ জামাতের মুরব্বিরা জানান, ইজতেমা থেকে চিল্লা, তিন চিল্লা, বিদেশ সফরসহ বেশ কিছু জামাত দ্বীনের দাওয়াত নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। কাকরাইল মসজিদের শীর্ষস্থানীয় মুরুব্বি ও জেলা-উপজেলার আলেমগণ ইজতেমায় ঈমান,নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমীন ও তাবলীগের সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *