ঝিনাইগাতীর কালঘোষা নদীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন||সত্যবয়ান

ঝিনাইগাতীর কালঘোষা নদীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন||সত্যবয়ান

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউপি-নলকুড়া ইউপি ভায়া গান্ধিগাঁও বাজারে যাতায়াতের জন্য বহু কাংখিত কালঘোষা নদীর উপর ৭৫ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে এ ব্রীজের শুভ উদ্বোধন করেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ এ.কে.এম ফজলুল হক।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ। মেসার্স মোশফিকুর রহমানের ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যানারে ৬ কোটি ৪০ লক্ষ ২ শত ৩ টাকা ব্যায়ে এ ব্রীজটি নির্মাণ করা হচ্ছে। আগামী ২০২৪ সালের ৩জানুয়ারী এ ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে। ফলে ওই এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে।

অপরদিকে দুপুরে উপজেলার বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এসআইএস বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর কর্নেলিউস টুডু’র সভাপতিত্বে কোচ যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন,
জাতীয় সংসদ সদস্য আলহাজ এ.কে.এম ফজলুল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ, থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল আলম ভুইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *