ঝিনাইগাতীতে অভিযান : দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা||সত্যবয়ান

ঝিনাইগাতীতে অভিযান : দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা||সত্যবয়ান

ঝিনাইগাতী সংবাদদাতা ||অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। কাগজপত্র নবায়ণ না থাকায় একই সঙ্গে মাজেদা নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে। ২৮ মে দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সাহার নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ঝিনাইগাতী উপজেলার হাসপাতাল সড়কে অবস্থিত হীরা ডায়াগনস্টিক সেন্টার ও সরকার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেয়া হয়।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা বলেন, ঝিনাইগাতী উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো পর্দার আড়াল থেকে পরিচালনা করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কতিপয় ডাক্তারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *