জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে এই স্তরের শিক্ষার্থীদের পরীক্ষাগ্রহণ কার্যক্রম শুরু হবে। পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে ১১ মার্চ পর্যন্ত।

আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের নিয়মিত বা অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এসএসসি, এম মিউজ, আইসিটি শেস পর্ব পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন বেলা ১২টায় পরীক্ষাগ্রহণ শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *