শেরপুরের তিনজনের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন

শেরপুরের তিনজনের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন

 নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলার তিন জনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি তর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।

আজ বুধবার উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মামলাটি রায়ের অপেক্ষায় রাখেন।

মামলার ৩ আসামি হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা ও এ কে এম আকরাম হোসেন।

আজ আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিদের বিরুদ্ধে নকলা এলাকায় বিভিন্ন স্থানে ছয় জনকে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও আব্দুস সুবহান তরফদার।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

প্রসিকিউটর চমন কালের কণ্ঠকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি বলে মনে করি। রায়ে তাঁদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, নকলার এই তিন আসামির সবাই মুসলীম লীগের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এরা রাজাকার বাহিনীতে যোগ দেন।

২০১৭ সালের ২৬ জুলাই চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা। পরে ওই বছর ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ২০১৮ সালের ৩০ আগস্ট চার আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

বিচার চলার সময় আসামি এমদাদুল হক মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *