চোট নিয়ে খেলে যাচ্ছেন ধোনি

চোট নিয়ে খেলে যাচ্ছেন ধোনি

 ক্রীড়া ডেস্ক: বয়স ৪২ ছাড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এই উইকেটরক্ষক-ব্যাটারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হাঁটুর চোট। যদিও এনিয়ে উদ্বিগ্ন নন ধোনি।

বরং অনুশীলনেও লম্বা সময় দিচ্ছেন নিজেকে। চোট নিয়ে খেলেও ম্যাচে নিজের সেরা উজাড় করে দিচ্ছেন ধোনি।

ধোনির চোটের বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স, ‘ধোনি নেটে দুর্দান্ত ব্যাট করছে। মাঠেও ঠিক তেমনই খেলেছে।

অবিশ্বাস্য ব্যাপার। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভালো ফর্মে রয়েছে সে। ব্যাট-বলে ভালো সংযোগ হচ্ছে। আসলে তার চোট নিয়ে সকলে একটু চিন্তিত।
ধোনি নিজে অবশ্য তেমন উদ্বিগ্ন নয়।’

ধোনিকে শক্ত মনের অধিকারী আখ্যা দিয়ে সিমন্স বলেন, ‘আমার দেখা অন্যতম কঠিন মানসিকতার মানুষ ধোনি। ওর যন্ত্রণা হচ্ছে কি না বা কতটা হচ্ছে, সেটাও আমরা জানি না। অথচ ধোনি খেলে চলেছে। দলের প্রয়োজনে সবই করছে।

হাঁটুর সমস্যা ওর পারফরম্যান্সেও প্রভাব ফেলছে না। আমরা সকলে তার চোট নিয়ে উদ্বিগ্ন। শুধু দলের কথা বলছি না। ক্রিকেটপ্রেমীরাও ধোনিকে নিয়ে উদ্বিগ্ন। অনেকেই তার চোট নিয়ে কথা বলছেন। অথচ ধোনি তেমন কিছুই বলছে না।’

আইপিএলের গত মৌসুমেও হাঁটুর চোট নিয়ে খেলেন ধোনি। এরপর অস্ত্রোপচার করাতে হয়। তবে সেই চোট পুরোপুরি সেরে ওঠেনি। এবারের আইপিএলে কয়েক ম্যাচ পরই পায়ে আইস প্যাক লাগিয়ে হাঁটতেও দেখা গেছে ধোনিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *