গোল উৎসব চলছেই লিওনেল মেসির

গোল উৎসব চলছেই লিওনেল মেসির

খেলা ডেস্ক: গোল উৎসব চলছেই লিওনেল মেসির। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির জার্সিতে আবার জোড়া গোল করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। মেসির জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামিও। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে  রেকর্ড দর্শকের সামনে প্রথম মিনিটে গোল হজম করেও স্বাগতিক নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪-১ গোলে হারিয়েছে মেসির দল।

ন্যাশভিলের বিপক্ষে আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন মেসি। মায়ামির বড় জয়ে একবার করে লক্ষ্য ভেদ করেছেন বেঞ্জামিন ক্রিমাশ্চি এবং উরুগুয়ে ফরোয়ার্ড লুই সুয়ারেস।
জিলেট স্টেডিয়ামে খেলার প্রথম মিনিটে গোল খেয়ে বসে মায়ামি। রেকর্ড ৬৫৬১২ জন দর্শকের উপস্থিতিতে স্বাগতিক সমর্থকদের উৎসবে ভাসিয়ে বল জালে জড়ান টমাস।

কিন্তু ঘুরে দাঁড়িয়ে এরপর নিউ ইংল্যান্ডের জালে গুনে গুনে চারবার বল পাঠান মেসি-সুয়ারেসরা। খেলার ৩২ মিনিটে রবার্ট টেলরের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোলে মায়ামির হয়ে সমতা ফেরান মেসি।
মেসির দ্বিতীয় গোলটি আসে ৬৭ মিনিটে। বার্সেলোনার সাবেক সতীর্থ সের্হিয়ো বুশকেসর পাসে বল জালে জড়িয়ে মায়ামিকে ২-১ গোলের লিড এনে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

৮৩ মিনিটে বেঞ্জামিনের গোলে স্কোর হয় ৩-১। মিনিট পাঁচেক পর আবার গোল মায়ামির। এবারের গোলদাতা লুই সুয়ারেস। বার্সেলোনার সাবেক সতীর্থ মেসির অ্যাসিস্টে লক্ষ্য ভেদ করেছেন উরুগুয়ে ফরোয়ার্ড।
নিউ ইংল্যান্ডের বিপক্ষে দুই গোলসহ মেজর লিগ সকারের এবারের আসরে ৭ ম্যাচ খেলে মেসির গোলসংখ্যা এখন ৯।

নিজের খেলা সাত ম্যাচের ছয়টিতেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন খুদে জাদুকর। এবারের এমএলএসে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতা মেসি। চলতি আসরে সাতটি অ্যাসিস্টও কিন্তু আছে আর্জেন্টাইন তারকার।
নিউ ইংল্যান্ডকে হারিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। ১১ ম্যাচে ডেভিড বেকহ্যামের দলের পয়েন্ট ২১। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট ১৮। এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *