কোপায় প্রথম জয় আর্জেন্টিনার

কোপায় প্রথম জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপ বাছাইপর্বের দুই ও কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে ড্রয়ের পর জিতল আর্জেন্টিনা। একের পর এক ড্র করে জয়ের স্বাদই যেন ভুলে গিয়েছিল আলবিসেলেস্তেরা। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয় পেল উরুগুয়ের বিপক্ষে।

কোপায় ‘এথ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে আর্জেন্টিনা ১-০ গোলে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে।

ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। এ ম্যাচ দিয়েই আর্জেন্টিনার প্রথম একাদশে সুযোগ পাওয়া গুইদো রদ্রিগেজ, এসিস্ট তথা বল বানিয়ে দেয়ার কাজটি সেরেছেন লিওনেল মেসি।

লুইস সুয়ারেসের দল উরুগুয়ে বরাবরই আর্জেন্টিনার কাছে কঠিন প্রতিপক্ষ। পাঁচ বছর আগে শেষবার উরুগুয়েকে হারিয়েছিল আর্জেন্টিনা। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। সেই প্রীতি ম্যাচ ২-২ ড্র হয়েছিল।

এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট প্রতিযোগিতায় প্রথম ম্যাচে চিলির কাছে আটকে গিয়েছে আর্জেন্টিনা। ফলে উরুগুয়ের বিরুদ্ধে আজকের ম্যাচটি মেসিদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এমন অবস্থায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে মেসিবাহিনী। অন্যদিকে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে নামে উরুগুয়ে।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। ম্যাচের ১২ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন গুইদো রদ্রিগেজ। বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত প্রধমার্ধ্বের খেলা ১-০ গোলে শেষ করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের খেলায় গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। অন্যদিকে গোলের চেষ্টা করেন আর্জেন্টিনাও। দুই দল আপ্রাণ চেষ্টা করলেও আর কেউ গোলের দেখা পায়নি। এর ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *