কুমারখালীতে চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম

কুমারখালীতে চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম

সামরুজ্জামান (সামুন),কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অবশিষ্ট ৪ হাজার ৩৬১ জনের বিপরীতে মাত্র ১৮০ জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

শনিবার (২২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবদ্ধ বারান্দায় টিকাপ্রদান শুরু হয়। চাহিদার বিপরীতে টিকার পরিমাণ অনেক কম হওয়ায় বিশৃঙ্খলা হতে পারে। এমন আশঙ্খায় টিকাদান চত্ত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন বলেন, উপজেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯ হাজার ৯৩৬ জন। গত ২৬ এপ্রিল প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়। এরপর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৫৭২ জন। বাকী আছেন এখনও ৪ হাজার ৩৬১ জন।

তিনি আরো বলেন, চাহিদার বিপরীতে মাত্র ১৮০ টি নতুন টিকা পেয়েছি। যা শনিবার সকালেই শেষ হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে মানুষ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টিকাকেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *