ওজনে বেশি ধান নেওয়ার প্রতিবাদে নালিতাবাড়ীতে কৃষকদের মানববন্ধন||সত্যবয়ান

ওজনে বেশি ধান নেওয়ার প্রতিবাদে নালিতাবাড়ীতে কৃষকদের মানববন্ধন||সত্যবয়ান

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী: ওজনে প্রতিমণ ধানে ৪০ কেজির স্থলে ৪২ কেজি করে নেওয়ায় ধান ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে শেরপুরের নালিতাবাড়ীতে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে কৃষক উন্নয়ন ফোরাম।
বুধবার (১৫ জুন) দুপুরে কৃষক উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন এর সভাপতিত্বে এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ আবুল হাসনাত সম্রাট, সংগঠনটির নেতা পিয়ার হোসেন পলাশ, আব্দুল আজিজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানব বন্ধন শেষে বিক্ষুব্ধ কৃষকরা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে সরকারী পরিমাপ অনুযায়ী ৪০ কেজিতে ধান কেনা-বেচা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবী জানান। এর আগে কৃষকদের পক্ষে সংগঠনটি ধানের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *