এখনও থমথমে শেরপুর ছয় অঞ্চল||ভোট নিয়ে শংকায় রয়েছে ১৭ হাজার ভোটার-সত্যবয়ান

এখনও থমথমে শেরপুর ছয় অঞ্চল||ভোট নিয়ে শংকায় রয়েছে ১৭ হাজার ভোটার-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার|| দ্বিতীয় দফায় ১১ নভেম্বর শেরপুর সদর উপজেলার নয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ভোটের দিন ব্যাপক সহিংসতা ও ভোট সিলমারার অভিযোগে কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর চর সঃ প্রাথমিক বিদ্যালয়,৭ নম্বর চর সঃ প্রাথমিক বিদ্যালয়,পাকুড়িয়া চকপাড়া সঃ প্রাথমিক বিদ্যালয়,গনই ভরুয়াপাড়া সঃ প্রাথমিক বিদ্যালয়(দুই কেন্দ্র),চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়,কামাড়িয়া ইউনিয়নের খুনুয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহন স্থগীত করে দেয় প্রশাসন।এই সাত কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার।এসব কেন্দ্রে সহিংসতায় অন্তত চল্লিশ জন মানুষ গুরুতর আহত হয়।রামদা,কিরিছ,বল্লম ও নানা দেশীয় অস্ত্র নিয়ে চলে প্রতিপক্ষ ও সাধারন মানুষের বাড়ীঘরে আক্রমন।৬ ও ৭ নম্বর চরে শান্তি ফেরাতে নির্বাচনের পরের দিন থেকে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।সহিংসতাকে ঘিরে অন্তত ৮টি মামলা হয়েছে,আসামি করা হয়েছে তিনশ জনকে।প্রতিদিন পুলিশ টহল তো থাকছেই।অত্যন্ত স্পর্শ কাতর ৬ ও ৭ নম্বর চরের ভোট কেন্দ্র বদল করে নিরপেক্ষ ভোট কেন্দ্র পাশের গ্রামের স্কুলে করা হয়েছে।প্রশাসনের কঠিন হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনও অবস্থা থমথমে।আগামি ৩০ নভেম্বর এসব কেন্দ্রে পুনরায় ভোট হবে।স্থানীয়রা জানিয়েছে ভোট কেন্দ্রে না যেতে এখনও প্রকাশ্যে অপ্রকাশ্যে ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে।ত্রাস সৃষ্ঠিকারীরা নীরহ ভোটারদের নানা ভাবে উত্যক্ত করছে।নির্বাচন ও নির্বাচন পরবর্তি সহিংসতার ভয়ে এই ১৭ হাজার ভোটার ব্যাপক দূশ্চিন্তায় আছে।তবে এসবকে তেমন পাত্তা দিচ্ছে না প্রশাসন।শেরপুরের( ইউপি নির্বাচন )আগামি দিনের ভোট র্নিবিগ্ন করতে গত বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের প্রশাসনের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তারা এসে বিশৃংখলা সৃষ্টিকারিদের কড়া বার্তা দিয়েছেন।পুনঃভোট অঞ্চলের মানুষরা বিশেষ নিরাপত্তার মধ্যে ভোট চেয়েছে।একাধিক প্রাথর্ীর সাথে কথা বলে জানা গেছে মানুষ ভয়ের মধ্যে আছে।হুমকি ধামকি চলছেই,ঝুঁকি নিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে আগ্রহ নেই।এই অবস্থায় জেলা প্রশাসক বা পুলিশের মাধ্যমে মাইকিং করে ভোটারদের আশ্বস্থ করলে মানুষজনের আস্থা ফিরতে পারে।সদর উপজেলা নির্বাহর্ী কর্মকর্তা (ইউএনও) মেহনাছ ফেরদৌস বলেছেন প্রশাসন জিরো টলারেন্স থাকবে।সাধারন ভোটারদের নিরাপত্তা প্রশাসন দিবে।কোন অবস্থায় সহিংসতা বরদাস্ত করা হবে না।মাইকিং করার বিষয়টি বিবেচনায় আছে।জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেছেন নিচ্ছিদ্র নিরাপত্তায় ভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *