শেরপুরে ইউপি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম ।। আগামীকাল কেন্দ্রে যাবে ব্যালট পেপার-সত্যবয়ান

শেরপুরে ইউপি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম ।। আগামীকাল কেন্দ্রে যাবে ব্যালট পেপার-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||আগামীকাল ২৮ নভেম্বর রবিবার ৩য় ধাপে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি।

আজ দুপুরে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব সরঞ্জামাদি গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন পুলিশ-আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে শুধু ব্যালটপেপার আগামীকাল ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াজ্জামান।

অন্যদিকে  নালিতাবাড়ী উপজেলায় ৪১ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৭০ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *