আরও একটি রেকর্ডের মালিক সাকিব-সত্যবয়ান

আরও একটি রেকর্ডের মালিক সাকিব-সত্যবয়ান

ক্রীড়া ডেস্ক||টেস্টে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান ও দুইশ উটের মালিক বনে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন।

যদিও টেস্টে সাকিবের নামের পাশে দুইশ উইকেট ছিল অনেক আগে থেকেই। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ছুঁয়েছেন ৪ হাজার রানের কীর্তিও। সাকিবের আগে এই কীর্তি গড়েছেন মাত্র ৫ জন অলরাউন্ডার। তারা হলেন- স্যার গ্যারি সোবার্স, স্যার ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি।

সোবার্স এই ডাবলের কীর্তি গড়েছিলেন ৮০তম টেস্টে। এছাড়া বোথাম ৬৯তম, কপিল ৯৭তম, ক্যালিস ১০২তম ও ভেট্টোরি নিজের ১০১তম ম্যাচে এই ডাবলের ক্লাবে নাম লেখান।

সাকিব এই তালিকায় দ্রুততম। তার লেগেছে মাত্র ৬০ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজের ৬০তম ম্যাচ খেলছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের আগে মাত্র ২ বাংলাদেশি টেস্টে ৪ হাজার রানের রেকর্ড গড়েছেন।

সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে অর্ধশতক পূরণ করেন এই অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *